Review: Mi Band and Xiaomi Piston Basic Edition Headphone

Last updated on: November 16, 2015

কিছু দিন আগে আমি GadgetGang7 থেকে অনলাইনে অর্ডার দেই Xiaomi Piston Basic Edition Earphone আর Mi Band এর। বলা দরকার - অনলাইন অর্ডার প্রোসেসে কো‌থাও প্রোডাক্টের রংয়ের কথা উল্লেখ নেই।

যাই হোক - ব্যান্ড হিসাবে এবং ইয়ারফোন হিসাবে এই দুটোই সবচাইতে কম দামী প্রোডাক্টগুলোর একটা Xiaomi এর পক্ষ থেকে। কাজেই খুব বেশি আশাবাদী ছিলাম না। ঘটনা পাল্টে গেলো হাতে পাবার পরে। ব্যান্ডখানাতে খালি Accelerometer আর Bluetooth আছে। সাথে আছে একটা পিচ্চি, কিন্তু সাশ্রয়ী ব্যাটারি। ৫ দিন টানা চালানোর পরে এখনো চার্জ আছে ৮২% এর মতো। আবার ওয়াটারপ্রুফও। ৫দিন হাতে লাগিয়ে ঘুমানো, খাওয়া দাওয়া, সবই করলাম। প্রথম দিনেই MiFit নামের এন্ড্রয়েড অ্যাপে রিপোর্ট দেখে চমকে গেলাম। প্রায় ২০০০টাকার মতো দামের একটা ব্যান্ডে এত ভালো রেজাল্ট পাবো সেটা আশা করি নাই। যেমন,

সারাদিন হাঁটাহাঁটির রিপোর্ট

ছবি: সারাদিন হাঁটাহাঁটির রিপোর্ট

এখানে বিস্তারিত দেখা যায়, কয়টা থেকে কয়টা হাঁটলাম বা দৌঁড়ালাম - কত স্টেপস বা দূরত্ব অতিক্রম করলাম সেই সময়ে।

"ঘুমানোর রিপোর্ট - দেখিয়ে দিচ্ছে কখন উঠেছিলাম একটু করে

ছবি: ঘুমানোর রিপোর্ট - দেখিয়ে দিচ্ছে কখন উঠেছিলাম একটু করে!

এই রিপোর্টে কতক্ষন ঘুমিয়েছি, কয়টায় উঠেছি বা শুয়েছি, কত সময় গভীর আর কত সময় পাতলা ঘুম হয়েছে - কোন সময় ঘুম ভেঙ্গে গিয়েছিলো নাকি তা দেখা যায়।

মজার বিষয় হলোম ঐদিন আমার আসলেই দুই বা এক মিনিটের জন্য ঘুম ভেঙ্গেছিলো। ব্যান্ডটা কিভাবে সেটা ধরতে পেরেছে জানি না, কিন্তু পেরেছে।তার সাথে আবার দেখিয়েও দিয়েছে - কখন ঘুম পাতলা হয়েছে আর কখন গভীর - সেটা ঘুমের ভিতর নাড়াচাড়া লক্ষ্য করেই। আরো কিছু মজার বিষয় হলো, এটা দিয়ে ফোন টা আনলক করা যায়। হাতটা খুব কাছে আনলেই শুধুমাত্র আনলক হয়, নাহলে হয় না - কাজেই খালি হাতে নিয়ে পড়ে ঘুরলেই ফোন আনলক হয়ে বসে থাকে না। আর আরেকটা সুবিধা হচ্ছে ব্যান্ড এলার্ম। এটা ঘুম ভাঙ্গার কিছু আগে থেকে আস্তে আস্তে ভাইব্রেট করা শুরু করে - এবং সেটা ভাইব্রেশের পরিমাণ বাড়াতে থাকে। বিশেষত্ব হলো - ভাইব্রেশনটা শুরু করবে যখন ঘুম পাতলা স্টেটে থাকে - তখন। গভীর ঘুমের সময় ঘুম ভাঙ্গলে সেটা মাথা ব্যথা বা অন্য সমস্যা করতে পারে তো, তাই!

আর ইয়ারফোনটার কথা কি বলবো। লো থেকে হাই - সব রেঞ্জের শব্দের জন্যই এটা ভালো কাজ করছে। হয়তো দুর্দান্ত না - কিন্তু তাই বলে একেবারে ফেলনাও না!

Written on November 16, 2015