Virtual Reality Headset Review - RIEM 3D v2

কিছুদিন আগে প্ল্যান করেছিলাম গুগলের কার্ডবোর্ড কিনবো। কিনতে গিয়ে টের পেলাম, আমার ৬ ইঞ্চি স্ক্রিনের শাওমি রেডমি নোটের জন্য আসলে সেটা অনেক ছোট হয়ে যায়। কিছু আলাপ আলোচনা করে কিনলাম RIEM এর ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ভার্সন ২। দোকানে চেক করে দেখলাম খুবই ভালো কাজ করে। কিনেও ফেললাম।

RIEM VR HeadSet right after Unpacking

আনপ্যাক করার পরে

তবে একটা ঝামেলা হলো, এটার সাথে কোন QR Code প্রোফাইলের জন্য দেয়া নেই। উল্লেখ্য - QR Code স্ক্যান করে হেডসেট প্রোফাইল সেটআপ করা লাগে এন্ড্রয়েড ফোনে। তার চাইতেও বড় ঝামেলা, ওদের ম্যানুয়ালে দেয়া URL QR Code এর বেশিরভাগই কাজ করে না। কাজেই খেটেখুটে অন্য যায়গা থেকে QR Code নিতে হয়েছে। এটার সবচাইতে ভালো দিকগুলো হলো:

  • এক্সিস দূরত্ব বাড়ানো কমানো যায় - সোজা কথায় 3.5 inch থেকে শুরু করে 6inch পর্যন্ত ফোনের জন্য এটার লেন্সগুলো এডজাস্ট করা সম্ভব উপরের ক্নবের মাধ্যমে
  • বেশ শক্ত পোক্ত প্লাস্টিকের তৈরী
  • ফোন বেশ ভালো ভাবেই লাগিয়ে রাখা যায়, রাবারের তৈরী সাকার আছে ভিতরে
  • সাধারণত কার্ডবোর্ড গুলো ধরে রাখা লাগে, কিন্তু এটার সাথে আলাদা মাথায় লাগানোর জন্য বেল্ট আছে, বেশ আরামদায়ক। অনেকক্ষন পড়ে থাকা যায়
  • ম্যাগনেটিক সুইচ
  • লেন্সগুলো দুর্দান্ত। খুবই স্পষ্ট দেখা যায়, চোখে আমার এখন পর্যন্ত কোন ধরণের প্রেশার বা অসস্তি লাগেনি।

সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। পয়সা উসুল!

Written on April 24, 2016