উবুন্টুতে সময় এবং কাজের ম্যানেজমেন্ট
আমি মোটামুটি বিশদ পরিমাণে ঘাটাঘাটি করেছি গত কয়দিন ধরে একটা ভালো টাস্ক ম্যানেজারের জন্য লিনাক্সে। অনেক কিছুই তো আছে, কিন্তু কোনটাই মনের মতো মিলছিলো না। দরকার ছিলো এমন একটা কিছু, যেটা
- ফ্রি
- প্রোজেক্ট অনুসারে টাইমার চালাতে দিবে
- ওয়েবসাইটে স্ট্যাটিসটিকস দিবে
- মোবাইলে সাপোর্ট দিবে এবং সবচেয়ে বেশি যেটা দরকার,
- অটোমেটিকালি স্ক্রিনশট নিয়ে আমার নিজের কাজ মনিটর করতে সাহায্য করবে
ঝামেলা হলো, অসংখ্যা টাস্ক ম্যানেজার আছে উবুন্টুর জন্য। যেমন:
- Pomotodo
- Hamster
- Toogl
কিন্তু সেগুলো সবই দিন শেষে ম্যানুয়ালি চালু করা লাগে, ম্যানুয়ালি বন্ধ করা লাগে। তাও মানা যায়, কিন্তু আমি কাজের টাইমার শুরু করে ভুলে গেলাম - তাহলে এগুলো কিন্তু সেটা মনিটর করে না। টোগল তাও কোন মতে একটা ওয়ার্নিং ম্যাসেজ দিয়ে বলে যে এতটা সময় তুমি ইনএ্যাক্টিভ ছিলে, প্রোগ্রেস সেভ করতে চাও?
দিনশেষে পেলাম HubStaff, যেটা ফ্রি এবং উপরে যা যা বলেছি তার সবগুলো সুবিধাই দেয়। শুধু তাই না, আপনি যখন টাইমার চালু করবেন, তখন এটায় মনিটর করবে আপনি কত সময় কাজ করেছেন আর কত সময় অন্য কিছু। সেটার উপরে ভিত্তি করে দেখাবে প্রতি ১০ মিনিটে আপনি কত পার্সেন্ট সময় একটিভ ছিলেন।
সব মিলিয়ে ভালোই লাগছে। :)