70300 xp in pokemon go: যেভাবে সহজে লেভেল আপ করা যায় Pokemon Go এ

Last updated on: December 30, 2016

পোকেমনের CP / Health / Stat সবই খেলোয়ারের লেভেলের উপরে নির্ভর করে। লেভেল ছাড়া যে পোকেমনই ধরা হোক না কেন - সেটা Dragonite হোক বা Snorlax লাভ নাই।

তা কিভাবে লেভেল বাড়ানো যায়? XP বা Experience Point দিয়ে। capture, gym battle, pokestop visit সহ নানারকমের কাজ করলেই সেটা হয়, কিন্তু সবচেয়ে সহজে কিভাবে করা যায় কিভাবে সেটার জন্য একটা অংক করেছি :D যদি ধরে নেই Evolve করার সময় lucky egg ব্যবহার করা হচ্ছে, তাহলে প্রতি evolution এ 1000xp আসবে।।

সবচেয়ে সহজে Evolve করা যায় Caterpie, Weedle আর Pidgey. প্রতিটার evolution এর জন্য মাত্র ১২টা ক্যান্ডি লাগে। কাজেই এগুলোই আমাদের লক্ষ্য ধরার জন্য।

প্রতি পোকেমন ধরায় ৩টা ক্যান্ডি পাওয়া যায়।

আমার টার্গেট ৭০০০০+ xp পাওয়া।

তার জন্য 7০টা পোকেমন evolve করা লাগবে।

প্রতি evolution এ লাগে 12টা ক্যান্ডি। তার মানে 70 * 12 = 840 টা ক্যান্ডির জন্য 280টা পোকেমন ধরা লাগবে?!

ব্যাপারটা আসলে আরেকটু সহজ করা যায়।

পোকেমন সব ধরে রেখে দেবার দরকার নাই। পোকেমন ট্রান্সফার করলেও ক্যান্ডি আসে।

আমরা যদি 173 টা পোকেমন ধরি, সেখান থেকে পাই 519টা ক্যান্ডি।

173 পোকেমনের 120টা ট্রান্সফার করলে পাই আরো 120, মানে সর্বমোট 639টা ক্যান্ডি।

বাকি 53টা পোকেমনকে evolve করার জন্য লাগেই 636টা ক্যান্ডি। কাজেই আমাদের কাছে সেটা আছে!

53টাকেই evolve করালে পাবো 1000 * 53 = 53000 xp.

আর 173টা ক্যাপচারের জন্য পাবো আরো 17300 xp.

সবমিলিয়ে পাবো 70300 xp!

Written on December 30, 2016