কয়েকদিন আগেই ভার্সিটিতে হয়ে গেল Software Project Lab Final. তার পর পর অনেক শিক্ষার্থীদেরই নানারকম রিএ্যাকশন দেখেছি, নিজেও এসব করতাম। বেলতলায় গিয়ে বেলের বাড়ি খেতে খেতে শিখেছি কোনটা কি কারণে হয়। সেগুলোই শেয়ার করছি, যেন তোমাদের বেলতলায় আর না যাওয়া লাগে। রিএ্যাকশনগুলোর ভিতরে সিংহভাগ হলো:
- প্রেজেন্টেশনে স্যারেরা ইংরেজি বলতে বলে কেন?
- প্রেজেন্টেশন দিতে ভয় লাগে - কিছু বলতে পারি না। নিজেও জানি না কি বলেছি হরবর করে!
- প্রোজেক্টের কয়দিন আগেই ল্যাপটপ নষ্ট হয়ে গেল। পুরা কোড আবার করা লাগছে
- প্রোজেক্টরে আমার এত সুন্দর রংচং ওয়ালা স্লাইড ঠিক মতো দেখাই গেল না। দেখা গেলে ফাডায়ালাইতাম
- এত সুন্দর কাজ করলাম, স্যাররা রিপোর্টে ধসায় দিছে। ইইইই :’(
উপরের সবগুলার জন্য এখন একটি কুইজ।
কোনটা কোনটার সমাধানের জন্য ট্যালেন্ট বা বুদ্ধি লাগে?
সঠিক উত্তর আমরা সবাই জানি। এর একটার জন্যও ট্যালেন্ট লাগে না। লাগে সতর্কতা, অধ্যবসায় আর পরিশ্রম।