Higher Studies in USA
USA তে পড়াশোনা করার ইচ্ছা অনেকের আছে। কিন্তু পড়াশোনার ইচ্ছা থাকলেই তো হয় না; তার সাথে অনেক প্রস্তুতির ব্যাপার আছে। কি করবো, কি ভাবে করবো এটা বার করা লাগে; আবার কিছু বিষয় ধরা যায় না সহজে।
যেমন IELTS না TOEFL, SOP কি, SOP তে কি থাকে, IELTS/TOEFL এর কোনটায় কি সুবিধা বা অসুবিধা ইত্যাদি!
এসব প্রশ্ন আমার মাথাতেও আসতো। সব মিলিয়ে এই ছোট্ট মাইন্ড ম্যাপটা বানালাম। বেশ কিছু প্রচলিত, কিন্তু ঝামেলাজনক প্রশ্নের উত্তর আমি দিয়েছি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে।
আশা করি যারা ভবিষ্যতে পড়াশোনা করতে USA যেতে চায়, তাদের জন্য এটা কাজে লাগবে :)